প্লাস্টার করার পদ্ধতি
১। প্লাস্টার করার পূর্বে আর.সি.সি আর ব্রিকের সারফেস ভাল করে পানি দিয়ে ভিজাতে হবে ।
২্। সিমেন্ট মর্টার দিয়ে ৩”*৩” @ ৫ থেকে ৬ ফুট পর পর পায়া করতে হবে।
৩। আর.সি.সির সারফেসে গ্রাউটিং দিতে হবে।।
৪। অব্যশই থিকনেস ঠিক রাখতে হবে ব্রিক ওয়ালে ১” ও আর.সি.সি সারফেসে০.৭৫ ” থিকনেসে প্লাস্টার করতে হবে।
সর্তকতাঃ-
১। কোন অবস্থাতেই প্লাস্টারে শুকনা মসল্লা বা বুড়া মারা যাবে না।
২।এলুমিনিয়্যাম পাট্টা বা স্পিরিট লেভেলের সাহায্যে প্লাস্টার সারফেস চেক করতে হবে।
৩। প্লাস্টার করার পর মনে রাখার জন্য প্লাস্টারের গায়ে তারিখ লিখে রাখতে হবে।
৪। প্লাস্টার করার ২৪ ঘন্টা পর কমপক্ষে ৭ দিন দিনে ৩-৪ বার কিউরিং করতে হবে।