রং/পেইন্ট ও থিনার
বাড়ি যত সুন্দর ভাবেই তৈরি করা হোক না কেন ভাল রং ছাড়া সে বাড়ি হয়ে পড়ে ম্লান। বাড়িকে আলোকিত করার উপায় হল রং/পেইন্ট। শুধু বাড়ির বাহ্যিক সৌন্দর্য নয় বরং এমন রং ব্যবহার করা উচিৎ যা বাড়িকে প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা করে। ভবনের বাইরে চুনকাম বা হোয়াট ওয়াশ, সিমেন্ট ওয়াশ, স্নোসেম/ডিউরেসেম ব্যবহার করা যায় এবং ভবনের ভিতরে ডিস্টম্পার, প্লাষ্টিক পেইন্ট ব্যবহার করা যায়। প্লাষ্টিক পেইন্টের দেয়াল পানিতে ধুয়ে পরিস্কার করা যায়। আমাদের দেশে ভালো মানের পেইন্ট পাওয়া যায় যা গ্রীল বা লোহা জাতীয় সারফেসে ব্যবহার করা যায়।
রং/পেইন্ট ব্যবহার করার প্রয়োজনীয়তা
- পেইন্ট ও ভার্ণিশ মরিচা থেকে লোহাকে রক্ষা করে।
- কাঠকে পোকামাকড়, ছত্রাক এবং পচন থেকে রক্ষা করে।
- বাড়ির দেয়ালকে প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা করে।
- বাড়ির বাইরের রং/পেইন্ট বাড়ির ভিতরের তাপমাত্রা কমিয়ে দেয়। বাড়ির বাইরের সৌন্দর্য করে উজ্জ্বল।
বিভিন্ন প্রকার পেইন্ট
- অ্যালুমিনিয়ান পেইন্ট
- সিমেন্ট পেইন্ট
- কোলটার পেইন্ট
- এনামেল পেইন্ট
ক্রমিক নং | পেইন্ট ব্যবহারের স্থান | পেইন্ট ধরন (টাইপ) | মন্তব্য |
ক | প্লাষ্টারের ওয়াল (ভবনের বাইরের দেয়াল)চুনকাম
কালার ওয়াশ সিমেন্ট ওয়াশ প্লাষ্টিক পেইন্ট |
¯েœাসেমডেউরোসেম | |
খ | ভবনের ভিতরের দেয়াল | হোয়াইট ওয়াশকালার ওয়াশ
ডিষ্টেম্পার প্লাষ্টিক পেইন্ট |
চক পুটিং হিসেবেব্যবহৃত হয় |
গ | স্যাঁতস্যাঁতে প্লাষ্টার দেয়াল | ড্যাম্প স্টপ পেইন্ট | |
ঘ | সিরামিক ইটের দেয়ালরিপেলেন্ট | সিলিকন ওয়াটার | |
ঙ | বাথরুম এবং কিচেনরুমের দেয়াল | এনামেল পেইন্টরাবার পেইন্ট | |
চ | ভবনের ছাদ | রুফিং কমপাউন্ড | |
ছ | ভবনের মেঝে (ফ্লোর)রেড-অক্সাইড রং ব্যবহার | নেট সিমেন্টের সাথে | |
জ | কাঠের দরজা-জানালা | ফ্রেঞ্চপলিশএনামেল পেইন্ট | |
ঝ | লোহার দরজা-জানালা | এনামেল পেইন্ট | |
ঞ | কংক্রিট জোড়া দেওয়া(শুল্ক অবস্থান)
|
এপক্সি জয়েন্টিংকম্পাউন্ড |
রং বা পেইন্টিং আমাদের ঘরে সুরক্ষা ছাড়াও আরও অনেক কিছু প্রদান করে। ঘরের রং ব্যক্তিত্বের প্রতিবিম্ব। রং এর কাজ আমরা তিন ভাগে করব।
১. রং করার পূর্ব প্রস্তুতি।
২. সারফেস সমতল করার কাজ।
৩. রং ব্যবহার করা।
কিছু পরামর্শ যা আপনার রং করার কাজকে আরও সহজ কর।
- যে ঘরটি রং করা হবে তার দেওয়ালে যদি ফাটল অথবা সিপেজ থাক তাহলে আগে ওটাকে মেরামত করিয়ে নিন।
- কি ধরনের রং এবং শেড চাই সেটা আগে নির্বাচন করে নিন। গুণগত মানসম্পন্ন কোম্পানীর সাহায্য নিন।
- রং কোম্পানির সমস্ত উৎপাদিত পণ্যের খবর নিন তাতে করে জানতে পারবেন আপনার প্রয়োজন।
- বাইরের রং হালকা রাখুন তাতে ভিতরে তাপমাত্রা কম থাকবে।
- ভিতরে দেওয়াল যেখানে প্রাকৃতিক আলো চাই সেখানে হালকা রং লাগান।
রং লাগাবার কাজ (ঘরের ভিতরে দেওয়ালের জন্য):
- দেওয়াল শিরিষ কাগজ দিয়ে পরিস্কার করে নিন।
- ডবল প্রাইমার ১ অথবা ২ কোট লাগান।
- দেওয়ালের উপর পুটিং ১ অথবা ২ কোর্ট লাগান। (যদি ফাঁকফোকর বন্ধ করতে হয়)
- প্রাইমার দিয়ে আরেকবার ১ অথবা ২ কোর্ট লাগান।
- শেষে ২ বা ৩ কোট রং লশাগান।
- সিন্থেটিক এ্যানামেল বা তেল রংয়ের ক্ষেত্রে প্রয়োজন মত থিনার ব্যবহার করুন।
থিনার
পেইন্টের কার্যকারিতা বৃদ্ধি করে।
বিভিন্ন প্রকার থিনার হচ্ছে
- তারপিন তেল
- ন্যাফতা
- স্পিরিট
- পানি