কিউরিং কি কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছু দিন অবিরাম ভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে। সাধারণত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়। যেমনঃ-
ক) পানি ছিটিয়ে। খ) পৃষ্ঠদেশ আবৃত করে ( ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদিতে )।
গ) ঘের দিয়ে পানি আটকিয়ে ( সমতল পৃষ্ঠের জন্য উপযোগী )।
কিউরিং কাজের করার সময়সূচিঃ
কাজের বিবরণ | কিউরিং শুরু করার সময় | যতদিন কিউরিং করতে হবে |
মাস কংক্রিট কাজে (১:৩:৬) (ফাউন্ডেশন) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত
|
ইটের গাঁথুনি কাজ (সকল) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত
|
ডাম্প-প্রফ কোর্স সিমেন্ট কংক্রিট কাজে (১:২:৪) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত
|
লিনটেল, সানসেড কাজে | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত
|
ছাদ ঢালাইয়ের কাজে | ২০ ঘন্টা পর | ২১ দিন পর্যন্ত
|
ফ্লোর ঢালাই সিমেন্ট কংক্রিট কাজে (১:৩:৬) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত
|
১ ইঞ্চি পেটেন্ট স্টোন সিমেন্ট কংক্রিট (১:২:৪) কাজে | ১৫ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
Click here to add your own text
Click here to add your own text